fbpx
Skip to content Skip to footer

বগুড়া ব্রাঞ্চে অনুষ্ঠিত হলো ১২তম সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ২০২৫

২০২৫ সালের ১২তম সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম বগুড়া অঞ্চলের বগুড়া শাখায় অনুষ্ঠিত হয়, যেখানে সকল শ্রেণির নারী গ্রাহকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিটি আলো টিম সিটি আলো ভ্যালু প্রপোজিশন নিয়ে আলোচনা করেন এবং স্মল বিজনেস রিজিওনাল হেড, জনাব কমল কুমার দত্ত ক্ষুদ্র মাঝারি ব্যবসার অর্থায়ন (CMSME Financing) নিয়ে বক্তব্য প্রদান করেন। ৩৫+ সম্ভাব্য বিদ্যমান নারী গ্রাহকরা ব্যাংকিং সেবা সম্পর্কে তাঁদের মতামত শেয়ার করেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এই আয়োজনের সফল বাস্তবায়নে বিশেষ ধন্যবাদ জানানো হয় রিজিওনাল হেড অব ব্রাঞ্চেসবগুড়া জনাব মোহাম্মদ নূরআলম; সিএম বিএম বগুড়া ব্রাঞ্চ জনাব মো. রফিকুল হুদা; মিডিয়াম বিজনেস এএইচবগুড়া জনাব মো. নুরুল ইসলাম এবং স্মল বিজনেস রিজিওনাল হেড, জনাব কমল কুমার দত্তকে।

Leave a comment