সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের (৩য় ব্যাচ) সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (CIU) এর সঙ্গে যৌথভাবে ২২শে জুন সিটি ব্যাংক’র আগ্রাবাদ শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৩ জন নারী উদ্যোক্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন CIU প্রতিনিধিগণ এবং সিটি জেম প্রাইওরিটি ও সিটি আলো উইমেন ব্যাংকিং এর প্রধান ফারিয়া হক, রিজিওনাল হেড, চট্টগ্রাম মোঃ আনিসুর রহমান, কর্পোরেট ব্যাংকিং ইউনিট প্রধান সাইফুল ইসলাম চৌধুরী, রিজিওনাল হেড, স্মল বিজনেস চট্টগ্রাম মৃদুল কান্তি সুশীল এবং আগ্রাবাদ সিটি জেম সেন্টারের ম্যানেজার মোহাম্মদ শাহেদ চৌধুরীসহ অন্যান্য সিটি ব্যাংক কর্মকর্তারা। এছাড়াও, এই আয়োজনকে সফল করতে সিটি আলো টিম আগ্রাবাদ ব্রাঞ্চ ও আগ্রাবাদ সিটি জেম সেন্টারের সকল কর্মকর্তা এবং অনুষ্ঠানে উপস্থিত ব্যাংক’র উচ্চপদস্থ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।