সম্প্রতি ঢাকা-উত্তর অঞ্চলের সিটি ব্যাংক গুলশান অ্যাভিনিউ শাখায় অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের ৪র্থ সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম। এই অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও পটভূমির নারী গ্রাহকরা অংশগ্রহণ করেন। সিটি আলো’র সব সেগমেন্টের নারী গ্রাহকদের জন্য প্রোডাক্ট ও প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়, পাশাপাশি আলোচনা হয় CMSME অর্থায়ন, নারী উদ্যোক্তাদের জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং শাখায় প্রদত্ত ব্যাংকিং সেবাসমূহ নিয়ে। অতিথিরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। সিটি আলো থেকে উপহার প্রদান করা হয় উপস্থিত অতিথিদের। এই আয়োজনকে সফল করার জন্য সিটি ব্যাংকের ডিএমডি ও হেড অফ স্মল, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদী, ঢাকা-উত্তর অঞ্চলের রিজিওনাল হেড অফ ব্রাঞ্চেস জাফর হাসান চৌধুরী, ক্লাস্টার ম্যানেজার ও গুলশান অ্যাভিনিউ শাখার ব্রাঞ্চ ম্যানেজার হাবিব মোহাম্মদ আব্রার জামান ও তাঁর শাখা টিম এবং সিটি জেম প্রাইওরিটি ও সিটি আলো উইমেন ব্যাংকিং এর প্রধান ফারিয়া হকের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।