উদ্যোক্তা হতে ২০২৫ সালের ২৫শে জুন সিটি আলো’র ৭ম কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম রংপুর শাখায় অনুষ্ঠিত হয়, যেখানে সকল শ্রেণির নারী গ্রাহকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিটি আলো টিম সিটি আলো’র বিভিন্ন পণ্য ও প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অর্থায়ন (CMSME Financing) নিয়ে আলোচনা করেন স্মল বিজনেস টেরিটরি ম্যানেজার মোঃ আরশাদুল হক। আমন্ত্রিত অতিথিরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পরিশেষে, এই আয়োজনের সফল বাস্তবায়নে রংপুর ব্রাঞ্চ টিমের অবদান অনস্বীকার্য।-