২০২৫ সালের ১৪তম সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ২৩ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার), খুলনা অঞ্চলের বরিশাল শাখায়। সিটি আলো টিম নারী ব্যাংকিং সেগমেন্ট ও সিটি আলো’র ভ্যালু প্রপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া স্মল বিজনেস রিজিওনাল হেড (SMESB RH), জনাব মো. সাইফুল ইসলাম নান্নু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অর্থায়ন (CMSME Financing) বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ৪০ জনেরও বেশি সম্ভাব্য ও বিদ্যমান নারী গ্রাহক অংশগ্রহণ করেন এবং ব্যাংকিং সেবা নিয়ে তাঁদের প্রত্যাশা ও মতামত শেয়ার করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অতিথিদের মাঝে সিটি আলো’র পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এই আয়োজনের সফল বাস্তবায়নে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে বরিশাল ব্রাঞ্চের সিএম ও বিএম জনাব মো. মাসুম বিল্লাহ, এসএমইএসবি রিজিওনাল হেড জনাব মো. সাইফুল ইসলাম নান্নু, আরএইচ–বিওএম জনাব মো. মিজানুর রহমান শিকদার এবং বরিশাল ব্রাঞ্চ টিমের প্রতি—তাঁদের আন্তরিক সহযোগিতার জন্য।
