fbpx
Skip to content Skip to footer

বরিশাল ব্রাঞ্চে অনুষ্ঠিত হলো ১৪তম সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ২০২৫

২০২৫ সালের ১৪তম সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ২৩ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার), খুলনা অঞ্চলের বরিশাল শাখায়। সিটি আলো টিম নারী ব্যাংকিং সেগমেন্ট সিটি আলো ভ্যালু প্রপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া স্মল বিজনেস রিজিওনাল হেড (SMESB RH), জনাব মো. সাইফুল ইসলাম নান্নু ক্ষুদ্র মাঝারি ব্যবসার অর্থায়ন (CMSME Financing) বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ৪০ জনেরও বেশি সম্ভাব্য বিদ্যমান নারী গ্রাহক অংশগ্রহণ করেন এবং ব্যাংকিং সেবা নিয়ে তাঁদের প্রত্যাশা মতামত শেয়ার করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অতিথিদের মাঝে সিটি আলো পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এই আয়োজনের সফল বাস্তবায়নে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে বরিশাল ব্রাঞ্চের সিএম বিএম জনাব মো. মাসুম বিল্লাহ, এসএমইএসবি রিজিওনাল হেড জনাব মো. সাইফুল ইসলাম নান্নু, আরএইচবিওএম জনাব মো. মিজানুর রহমান শিকদার এবং বরিশাল ব্রাঞ্চ টিমের প্রতিতাঁদের আন্তরিক সহযোগিতার জন্য।

Leave a comment