fbpx
Skip to content Skip to footer

ফরিদপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ২০২৫

উদ্যোক্তা হতে ২০২৫ সালের ২৩শে জুন ৬ষ্ঠ সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ফরিদপুর শাখায় অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণির নারী গ্রাহকরা অংশগ্রহণ করেন। সিটি আলো টিম সিটি আলো’র বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন, এছাড়াও CMSME অর্থায়ন সম্পর্কেও আলোচনা করা হয়। অতিথিরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এছাড়াও, এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন ফরিদপুর ব্রাঞ্চ টিম এবং SME-SB ইউনিট প্রধান আনিসুর রহমান।

Leave a comment