উদ্যোক্তা হতে ২০২৫ সালের ২৩শে জুন ৬ষ্ঠ সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ফরিদপুর শাখায় অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণির নারী গ্রাহকরা অংশগ্রহণ করেন। সিটি আলো টিম সিটি আলো’র বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন, এছাড়াও CMSME অর্থায়ন সম্পর্কেও আলোচনা করা হয়। অতিথিরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এছাড়াও, এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন ফরিদপুর ব্রাঞ্চ টিম এবং SME-SB ইউনিট প্রধান আনিসুর রহমান।